দাউদকান্দিতে চোরাই মালামালসহ দুই চোর গ্রেফতার।

বাংলাদেশ

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সাব ইন্সপেক্টর সুজন দত্ত রাত্রিকালীন টহল ডিউটি করাকালে ২৫/০৪/১৯ইং ০৩.৩০ ঘটিকার সময় চোর ১.জয়নাল আবেদীন(৩৫) পিতা-মোঃ কামাল হোসেন, সাং-পেয়ারকান্দি (মুন্সি বাড়ী) পোষ্ট- রতনপুর) , ২.সঞ্জিত চন্দ্র দাশ(৩০) পিতা-মৃত নিকুঞ্জ চন্দ্র দাশ সাং-শ্রীঘর(পশ্চিমপাড়া) ,উভয়থানা- নবী নগর, জেলা-ব্রাম্মনবাড়িয়াকে চোরাইমাল সহ গ্রেফতার করে। ডিউটি অফিসার এএসআই মোঃ শরীফুল ইসলাম জানান,আসামীরা রাতের অন্ধকারে দাউদকান্দি মডেল থানাধীন দৌলতপু্র ইউপির বাউরিয়া গ্রামস্থ জনৈক মোসাঃ লাকি আক্তার(৩২) স্বামী-মোঃ ফখরুল মিয়াজী এর বসতঘরের দক্ষিণ পার্শ্বে সিঁধ কাটিয়া বসতঘর হইতে স্বর্ণ ও মোবাইল সেট চুরি করে পালানোর সময় চোরদের গ্রেফতার করে। এই সংক্রান্তে দাউদকান্দি মডেল থানার মামলা নং-৩২, তাং-২৫/০৪/১৯ইং ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে। -দৈনিক আজকের মেঘনা ষ্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.