সারা দেশের মত দাউদকান্দিতেও কিন্ডারগার্টেন শিক্ষকদের প্রণোদনার দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত।
আজ ৮ জুলাই-২০২০ ইং বুধবার সকাল ১১ টায়
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কুমিল্লা (প.) জেলা শাখার উদ্যোগে শিক্ষকদের প্রণোদনার দাবিতে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়, দাউদকান্দি উপজেলার (গৌরীপুর বাজার) জিয়ারকান্দি ব্রীজের দক্ষিণ পাশে ঢাকা-হোমনা সড়কে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেব, কুমিল্লা (প.) জেলা শাখার উপদেষ্টা, কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান, সভাপতি মাওঃ আবু ইউসুফ মুন্সি, সহ সভাপতি- সৈয়দ হেলাল শাহ, সাধারণ সম্পাদক-মোঃ শাহ আলম সরকার, প্রচার সম্পাদক এড. মোঃ জসিম উদ্দীন জয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা-মোঃ জিন্নাত আলী, অর্থ সম্পাদক -আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক-মোঃ মনিরুজ্জামান, কর্মকর্তা- কাজী ইকবাল হোসেন, মোঃ শামসুজ্জামান শিমুল, ডাঃ ইয়াকুব আলী, মুহাম্মদ খালেদ কাউছার, আমিনুল ইসলাম, আবু রায়হান, মোঃ আজহা রুল ইসলাম, আবদুল মতিন, মো: মাসুদ রানা প্রমুখ।
বক্তরা বলেন,' জাতীয় শিক্ষাক্ষেত্রে কিন্ডারগার্টেন শিক্ষার অবদান বিশাল। অথচ, সরকারের কোন নজর নেই এই প্রতিষ্ঠানটির দিকে।
করোনাকালে বাংলাদেশের কিন্ডারগার্টেন শিক্ষকগণ মহাসংকটে দিনপাত করছেন। তারা খেয়ে না খেয়ে পরিবার-পরিজন নিয়ে যারপরনাই সমস্যায় পর্যবসিত। শিক্ষকদের চোখে এখন অন্ধকার। তারা কি করবেন, কিছুই ভেবে পাচ্ছেন। এমন সংকটে সরকারের প্রণোদনা ও সহজ শর্তে ঋণ পাওয়ার দাবী জানান তারা।