দৈনিক আজকের মেঘনা ষ্টাফ,রিপোর্টার লিটন সরকার বাদল,
২ মে ১৯ ইং,দাউদকান্দি দোনারচর গ্রামীন টাওয়ার মাঠে আশিক স্যার কোচিং সেন্টার সটপিছ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মোঃ আশিকুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাবেক ফুটবলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল মোল্লা বলেন, মাদককে না বলি, খেলাধুলা নিয়ে জীবন গড়ি, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। খেলাধুলার মধ্যদিয়ে তোমাদের মেধার বিকাশে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
বিশেষ অতিথি সাংবাদিক লিটন সরকার বাদল বলেন, আশিক স্যার কোচিং সেন্টার সটপিছ ক্রিকেট টুর্নামেন্ট, যুব সমাজের জন্যে একটি মাইলফলক হয়ে থাকবে, খেলাধুলার মধ্য দিয়ে এ এলাকার যুব সমাজ একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, মাতৃছায়া একাডেমির প্রতিষ্ঠাতা মোঃ বায়েজিদ সরকার, শিক্ষক মোঃ আব্দুল আলিম,সাবেক ফুটবলার শামীম মোল্লা,ব্যবসায়ী বাবু রবিন্দ্র দাস, ইসমাইল হোসেন খান(রোমেন), মোঃ দ্বীন ইসলামসহ আরো অনেকে। টু্র্ণামেন্টে দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের ৮ ম ও ৯ ম শ্রেণির ৮টি দল অংশ গ্রহণ করেন, ফাইনাল খেলায়,৮ম শ্রেণির কিংস ক্লাব, ৯ ম শ্রেণির লায়ন্স ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, খেলায় উপস্থিত অতিথিবৃন্দ। ধারাভাষ্যকারে ছিলেন,শিক্ষক মোহাম্মদ আলম।