১৫ এপ্রিল, ২০২০ বুধবার, দাউদকান্দি উপজেলায় নতুন করে আরো তিন জনের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্ত সবাই নারায়নগঞ্জ ফেরত। তারা বিভিন্ন গার্মেন্টস এ কর্মরত ছিলো। আক্রান্তরা হলো উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামে এক মহিলা (৩০) ও তিনপাড়া গ্রামের অপর এক মহিলা (২৭) এবং পাচঁগাছিয়া ইউনিয়নের শ্রীরায়েরচর গ্রামের এক পুরুষ (৪৫)। ১৫ এপ্রিল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন। গতকাল মঙ্গলবার দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামে এক মহিলা (২৫) এবং পাচঁগাছিয়া ইউনিয়নের শ্রীরায়েরচর গ্রামে এক পুরুষ (৪৫) করোনায় আক্রান্ত হয়। এনিয়ে দাউদকান্দিতে মোট ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।