কোভিড-১৯ ভাইরাসের কবলে পরে মানবেতর জীবনযাপন করছে নিম্নআয়ের কর্মহীন মানুষেরা। এমন অসহায় মানুষের প্রতি মানবতার বহিঃপ্রকাশ করলো দাউদকান্দির ফ্যামিলি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
এ হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালনা কমিটি সবসময় দুর্যোগ ও সংকটে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর দৃষ্টান্ত রয়েছে। হাসপাতালের পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টায় নিম্নআয়ের শ্রমজীবী কর্মহীন ২০০ পরিবারের মাঝে চাল,ডাল,আলু,পেঁয়াজ,সাবান, তেল,স্যানিটাজারসহ খাদ্যসামগ্রী বিতরণ করে কর্মহীন অসহায় মানুষদের সহায়তা করেছেন।
ফ্যামিলি হাসপাতালটি বিভিন্ন সময় দাউদকান্দি উপজেলা, মতলব উপজেলার বিভিন্ন স্থানে নিজস্ব অর্থায়নে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন
হাসপাতালের পরিচালক মো. বিল্লাল হোসেন ও আবুল কালাম কালা মিয়া বলেন, " আমরা অসহায় কর্মহীন মানুষের পাশে থাকার অঙ্গীকারে বদ্ধপরিকর। সামনের দিনগুলোতেও দুস্থ অসহায় কর্মহীন মানুষের সাহায্যে পাশে থাকবো। করোনার প্রভাবে যারা আজ কর্মহীন, অচল এমন পরিবারের সেবাদানে আমরা এ কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাল্লাহ। " ফ্যামিলি হাসপাতাল মানে একটি পরিবার,পরিবারের সবরকমের সহযোগিতায় আমরা পাশে থকবো।