দর্শনা প্রেসক্লাবে নতবদর সাথ আজ মঙ্গলবার বেলা ১১টায় ৫৮ বিজিবি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লঃ কর্নেল আহসান হাবীব। বিশেষ অতিথি ছিলেন, সহকারি পরিচালক নজরুল ইসলাম খাঁন। প্রধান অতিথি সীমান্ত চােরাচালান, মাদকসহ বিভিন অপরাধ মূলােক কর্মকাণ্ডের বিষয়ের আলােকপাত করেন। এসব রােধে সাংবাদিকদের সহযােগিতা কামনা করেন তিনি । দামুড়হুদা উপজলা প্রতিনিধি সাংবাদিক নজরুল ইসলামর উপস্থাপনায় উপস্তিত থেকে আলােচনা রাখেন প্রেসক্লাবর সাধারণ সম্পাদক আওয়াল হোসেন , সাংবাদিক এফএ আলমগীর হােসন, হানিফ মণ্ডল, মাইটিভির জেলা প্রতিনিধি ইকরামুল হক পিপুল, চঞ্চল মহমুদ, মনিরুজ্জামান সুমন, জাহিদুল ইসলাম, আহসান হাবীব প্রমুখ।