প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২০, ১১:৫০ পি.এম
দর্শনা পৌরসভার রেড জোন এলাকাসমূহ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম।
চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার রেড জোন এলাকাসমূহ গতকাল সকালে পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম সরকার। উল্লেখ্য দর্শনা পৌরসভার আওতাধীন ৫নং ওয়ার্ড (পরানপুর, রিফিউজি কলোনী, মোবারকপাড়া, কলেজ পাড়ার আংশিক) এবং ৭ নং ওয়ার্ডের (ইসলামবাজার, থানাপাড়া ও পুরাতনবাজার) এই এলাকাগুলো লকডাউন করা হয়েছিল এবং নতুন করে ২ নং ওয়ার্ড এর দক্ষিণ চাঁদপুর ও বাসস্ট্যান্ড পাড়া রেড হিসাবে ঘোষনা দেওয়া হয়।আর এই দর্শনা পৌরসভার রেড জোনভূক্ত এলাকাসমূহ পরিদর্শনের সময় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম । সেই সময় তিনি সকলকে সচেতন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন। কারণ বর্তমানে মহামারীর রূপ ধারণ করা করোনা ভাইরাস প্রতিরোধ এর সহজ উপায় দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা তাহলেই আমরা এই সংক্রমণ রোধ করতে পারব৷ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার জনাব দিলারা রহমান, ডেপুটি কালেক্টর জনাব সাব্বির আহমেদ ও দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান কাজল সহ সকল পুলিশ সদস্য।
dainikajkermeghna.com