স্বচ্ছতার সাথে কর্মহীন মানুষর মাঝে দর্শনা পারকষ্ণপুর মদনা ইউনিয়ন সাধারণ ত্রান (জি-আর) এর চাউল ও পিঁয়াজ বিতরণ করলেন চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম। গতকাল রবিবার ২০১৯-২০২০ অর্থ বছর করােনা ভাইরাস পরিস্তিতি মােকাবলায় মানবিক সহায়তায় জি,আর এর ৭ম কিস্তির চাউল ও পিয়াজ বিতরণ করা হয়। চাউল ও পিয়াজ বিতরণর সময় প্রতি ওয়ার্ড মম্বর, ট্যাগ অফিসার ও সাংবাদিকদর উপস্তিতিতে কর্মহীন মানুষের মাঝে ৭ম কিস্তির জি-আর এর ১০ কজি চাউল ও ১কজি কর পিঁয়াজ বিতরণ করা হয়। পারকষ্ণপুর মদনা ইউনিয়নর ৯টি ওয়ার্ডের ৬৪৯টি পরিবারর মধ্য শরিরীক দুরুত্ব বজায় রেখে এ চাউল ও পিঁয়াজ বিতরণ করা হয়। জি-আর এর চাউল ও পিঁয়াজ বিতরণের সময় তদারকি করেন ইউনিয়নের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম। এসময় আরা উপস্তি ছিলেন, ওয়ার্ড মেম্বর আব্দুর রহমান, খাইরুল বাসার, হজরত আলী, শহিদুল ইসলাম, আবু সাঈদ মিটু, শামসুল ইসলাম, চঞ্চল। এছাড়া ৯টি ওয়ার্ডর ৯জন ট্যাগ অফিসার ও সাংবাদিরা।