চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন এ এস আই মোঃ মহিউদ্দিন এবং শ্রেষ্ঠ কনস্টেবল মোঃ আজহারুল ইসলাম। গত ২৩ তারিখ বুধবার দুপুর ১২ ঘটিকার সময় দর্শনা থানায় এক অনুষ্ঠানের আয়োজন করে কর্মস্পৃহা বৃদ্ধির জন্য ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট প্রদান করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জনাব,মোঃ আবু রাসেল এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান কাজল এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মাহবুবুর রহমান সহ দর্শনা থানার অন্যান্য সকল পুলিশ সদস্য । এ এস আই মহিউদ্দিন দর্শনা থানার শ্রেষ্ঠ অফিসার হওয়ার তিনি বলেন অন্যায় কে আমি কখনো প্রশ্রয় দিই না, ভবিষ্যতে সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করতে চাই, দেশ এবং দেশের মানুষের সেবার কাজ করে যেতে চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।