বাংলাদেশের বৃহত্তর শিল্প প্রতিষ্ঠান দর্শনা কেরু এন্ড কোম্পানি তে নতুন এমডি মোঃ আবু সাঈদের যোগদান করেছেন। গতকাল নবাগত কেরু এন্ড কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ কে দর্শনা প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
জানা গেছে গত ২৪/৩/২০২০ তারিখে যোগ দেয়ার কথা ছিল কেরু এন্ড কোম্পানির নতুন এমডি আবু সাঈদের কিন্তু বর্তমানে মহামারী করোনা ভাইরাসের কারণে যোগ দিতে পারেননি। কিন্তু গতকাল ১২/৪/২০২০ কেরু এন্ড কোম্পানি নতুন এমডি হিসেবে যোগদান করেন তবে তিনি ঢাকা থেকে আসার কারণে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানা গেছে। দর্শনা প্রেসক্লাব থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় কেরু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ বলেন, বর্তমান মহামারী করানো ভাইরাস থেকে আমাদের সচেতন থাকতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে তাহলেই এই সংক্রমণ আমরা রোধ করতে পারব। সেই সময় দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, হারুন অর রশিদ রাজু, সাংবাদিক- মনিরুজ্জামান সুমন, আহসান হাবিব মামুন, হানিফ মন্ডল, আজিমুদ্দিন প্রমুখ।