চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় দর্শনায় করোনা ভাইরাস প্রতিরোধে শিল্প নগরী দর্শনার রেল বাজারের কাঁচা বাজার হস্তান্তর করে কেরুজ বাজার মাঠে নিরাপদ দুরত্ব বজাই রেখে কাঁচা সবজি বাজারের জায়গা নির্ধারন করেছে প্রশাসন। সোমবার দুপুর ১২ টার দিকে দর্শনা কেরুজ বাজার মাঠে নতুন সবজি বাজারের জায়গা নিধার্রন করে শারীরিক দুরুত্ব রেখে বিক্রেতাদের নিকট পন্য বিক্রীর নির্দেশনা দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: মাহাবুবুর রহমান, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র মো: রবিউল ইসলাম সুমন, দর্শনা রেল বাজার কমিটির সাধারন সম্পাদক মো: সাবির হোসেন মিকা প্রমুখ । পরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন দর্শনা-মুজিবনগর মহা সড়কের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় রাস্তায় বিনা কারনে মোটরযান চলাচল ও পথচারী যাতায়াত করায় ৬ জনকে অর্থ দন্ড অনাদায় জেল প্রদানের রায় দেন। মোটরযান চালক ও পথচারীরা নগদ অর্থ জরিমানা প্রদান করেছে।