প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২০, ৪:০৭ পি.এম
দর্শনায় নারী শিশু ধর্ষন বন্ধ ও ন্যায় বিচার এবং ধর্ষকদের বিচারের দাবীতে মানববন্ধন।
জাগো বাংলাদেশ শ্লোগানে চুয়াডাঙ্গা জেলার দর্শনায় নারী শিশু ধর্ষন বন্ধ ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় দর্শনা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে রেলবাজার বটতলা মুজিবনগর সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানব বন্ধনে ৭টি সংগঠন অংশ নেয়। এসব সংগঠনের মধ্যে ছিলো দর্শনা প্রেসক্লাব, ইয়থ এসেম্বেলি, কিশোর-কিশোরী সংগঠন, সমৃদ্ধি যুব ফোরাম, পারকৃষ্ণপুর যুব ফোরাম, চুয়াডাঙ্গা জেলা লোকমোচার্, ওয়েভ ফাউন্ডেশন, দর্শনা পৌর প্রবীণ কমিটি ও ওয়েভ ট্রেড টেনিং সেন্টারসহ ব্যাক্তিগত অনেকেই এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দর্শনা প্রবীন কমিটির সভাপতি দর্শনা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো: মোশারফ হোসেন, ওয়েভ ফাউন্ডশনের উপ-পরিচালক জহির রায়হান, দর্শনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আওয়াল হোসেন, সাবেক সভাপতি হানিফ মন্ডল,ওয়েভ ফাউন্ডশনের সমন্বয়ক কামরুজ্জামান যুদ্ধ, বিতাব আলী দর্শনা প্রবীন কমিটির সাধারন সম্পাদক আকমত আলী, ইয়ূথ এসেম্বলির সহ সভাপতি তুলি, সাধারন সম্পাদক ফাইজা পল্লী, কিশোর-কিশোরী ক্লাবের পরিচালক পিংকি রানী মল্লিক প্রমুখ। মানববন্ধনে দর্শনার সুধি সমাজ সহ বিভিন্ন সংগঠন অংশ গ্রহন করেন। মানববন্ধনের সকল অনুষ্ঠান পরিচালনা করেন কামরুজ্জামান যুদ্ধ।
dainikajkermeghna.com