প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২০, ৯:৩৩ পি.এম
দর্শনার হিমেল আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ অবস্থায় বিজিবি সদস্য সহ যুবতী আটক।
চুয়াডাঙ্গা জেলার দর্শনার হিমেল আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় একজন বিজিবি সদস্য সহ একজন যুবতী মেয়েকে আটক আটক করা হয়েছে। পুলিশ জানায় গতকাল বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ওসি মাহাবুবুর রহমান কাজল এর নির্দেশে এস আই জাকির এবং সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনার হিমেল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩০২ নাম্বার রুম থেকে অসামাজিক কার্যকলাপ অবস্থায় একজন বিজিবি সদস্য এবং একজন যুবতী মেয়েকে আটক করা হয়। জানা গেছে কুষ্টিয়া মিরপুরের ৪৭ বেটেলিয়ান এর বিজিবি মোঃ সোহেল রানা (৩৮) গ্রাম সেগুনা থানা বেলকুচি জেলা সিরাজগঞ্জ , পিতা মৃত বদিউজ্জামান এর ছেলে। আটককৃত বিজিবি মোঃ সোহেল রানার লাঃ নাঃ ৬৪২৮৫ এবং আটককৃত মেয়ের নাম হেনা খাতুন (২৩) গ্রাম সিংদিয়া জেলা ও থানা নড়াইল পিতা মোঃ শফিকুল এর মেয়ে। আটকৃত হেনা খাতুন জানায় ফেসবুকের মাধ্যমে তাদের প্রেম হয় এবং ভিক্টোরিয়া কলেজের ৩য় বর্ষে পড়াশুনা করছে। পুলিশ জানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
dainikajkermeghna.com