দর্শনায় আদিবাসী ও ঋষি সম্প্রায়ের নারী-পুরুষের চিকিৎসা প্রদান করা হয়েছে। ইয়ুথ এসেম্বলি সদস্যদের আয়োজনে এবং ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল শনিবার সকাল ৯টায় দর্শনা ঋষি সম্প্রদায় পাড়ায় এ চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন ডাঃ আনোয়ার হোসেন রাজিব (এম বি এস) ও ডাঃ জাকির হোসেন (ডি. এম. এস) সহায়তা করেন। আদিবাসী ও ঋষি পাড়ার ৪০জন মানুষ ডাইবেটিস, অনিদ্রা, মাথা বেথা, ঠান্ডাজ্বরসহ নানা ধরণের চিকিৎসা গ্রহন করেন। এ চিকিৎসা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ওয়েভ ফাউন্ডেশনের উপ-সন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ ও সমাজ সেবক খাইরুল ইসলাম। এছাড়া ইয়ুথ এসেম্বলি সদস্য সুজন, সজিব, শান্ত, প্রদীপ, জয়া ও সাগর। অনুষ্ঠান পরিচালনা করেন ইসরাইল হোসেন খান টিটো।