তিতাস কলাকান্দি থেকে মীরবহরি ও আলিরচর রাস্তা মেরামত করে দিচ্ছেন কলাকান্দি ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন সরকার কলাকান্দি থেকে মীরবহরি ও আলিরচর রাস্তায় প্রতিদিন হাজারো মানুষের চলাচল কিন্তু রাস্তায় গর্তের জন্য চলাচল জন্য ব্যঘাত ঘটায়,,জুরুরি প্রয়োজন গাড়ি চলাচল করতে অসুবিধা হচ্ছিল, গত কিছুদিন আগে এই রাস্তায় নিয়ে পোস্ট করলে,, এতে এমপি মহোদয় অবগত হয় ও তিতাস উপজেলা চেয়ারম্যান জনাব পারভেজ হোসেন সরকার ও তিতাস উপজেলা সর্ব কনিষ্ঠ ভাইস চেয়ারম্যান জনাব ফরহাদ আহম্মেদ ফকির এবং তিতাস উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দিন ও তিতাস উপজেলা যুবলীগ নেতা জনাব ইব্রাহীম সরকার নির্দেশনায় রাস্তাটিতে বালু দিয়ে মেরামত করে দেওয়া হয় -এতে সহযোগিতা করে মীরবহরি যুব সমাজ।