প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২০, ৬:৪০ পি.এম
তিতাসে ৭ মার্চ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা,
মো.বিল্লাল মোল্লা তিতাস প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে তিতাস উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত¦ করেন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী।
উক্ত আলোচনা সভার প্রধান অতিথি স্থানীয় এমপি সেলিমা আহমাদ মেরী ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন।
এ সময় অতিথি আসনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, সাধারণ সম্পাদক ও কড়িকান্দি সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ভূইয়া, নারী ভাাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইয়াসমিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক দেওয়ান মো. জাহাঙ্গীর, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম শান্তি, আনোয়ার হোসেন ভূইয়া, যুগ্ম সম্পাদক শেখ ফরিদ প্রধান, সাংগঠনিক সম্পাদক জানে আলম জাহাঙ্গীর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক বলরামপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুন্নবী, মজিদপুর ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া সরকার, কলাকান্দি ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, সাতানী ইউপি চেয়ারম্যান সামসু উদ্দিন আহম্মেদ প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা ও জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভার অতিথিবৃন্দ তাদের বক্তেব্য বলেন, আজ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষণের সেই ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন।
১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওর্দী উদ্যান) লাখ লাখ মুক্তিকামী মানুষের জনসমুদ্রে দাড়িয়ে স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়ে ছিলেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরিবেশন করেন।
এর আগে উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে গৌরীপুর হোমনা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে এসে শেষ হয়।
dainikajkermeghna.com