প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২০, ৯:৪৪ পি.এম
তিতাসে আন্ত:জেলা ডাকাত সরদারকে গ্রেফতার
মো. বিল্লাল মোল্লা তিতাস প্রতিনিধি
তিতাসে আন্ত:জেলা ডাকাত সরদারকে গ্রেফতারতিতাস (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার তিতাস উপজেলায় আন্ত:জেলা ডাকাত সরদারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (২৫ মার্চ) রাত আড়াইটায় দিকে হোমনা-গৌরীপুর সড়কে দড়িকান্দি ব্রিজের উত্তর পার্শ্বে থেকে ডাকাতিকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত সরদার হলো, দাউদকান্দি আউটবাগ গ্রামের মৃত জলিল সরকারের ছেলে মো. নুরুজ্জামান। তিতাস থানার সেকেন্ড অফিসার মধুসুদন সরকার জানান, রাত আড়াইটার দিকে হোমনা-গৌরীপুর সড়কে দড়িকান্দি ব্রিজের পার্শ্বে একদল ডাকাত ডাকাতি করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।
এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ওই ডাকাত সরদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সরদার, তার নামে ভিবিন্ন থানায় ৫টি মামলা আছে বলে জানান তিতাস থানা পুলিশ।
dainikajkermeghna.com