প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৪:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২০, ৯:৪৩ পি.এম
তিতাসে অবৈধভাবে ফসলী জমি থেকে বালু মাঠি উত্তোলনে বাধা ও দুইটি স্যালো মিশিন পানিতে নিক্ষেপ
মোঃ বিল্লাল মোল্লা তিতাসঃ কুমিল্লা জেলার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের প্রথম দশআনি পাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি শ্যালো মিশিন পানিতে নিক্ষেপ করেন তিতাস উপজেলার (এসিল্যান্ড) নির্বাহী ম্যাজিস্ট্রেট, কমিশনার ভুমি, রুবাইয়া খানম এর নির্দেশে। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন প্রথম দশআানি পাড়ায় আলাউদ্দিন নামের এক ব্যাক্তি দির্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে ফসলী জমি থেকে অবৈধভাবে বালুমাটি তুলে আসছেন।
এ সময় কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি, তাই তাদের মেশিন দুইটা পানিতে নিক্ষেপ করেন ও পাইব গুলো ভেঙ্গে দেওয়া হয়।
ম্যাজিস্ট্রেট এর খবর পেয়ে ড্রেজার মালিক পালিয়ে যায় বলে ধারনা করেন অভিযান টিম,এ সময় অভিযান চলাকালীন স্হানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্টেট রুবাইয়া খানম বলেন আমাদের অভিযান অব্যাহত থাকবে।
যারা অবৈধভাবে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
dainikajkermeghna.com