জিয়ারকান্দি গ্রামের সরকার পোল্ট্রি ফার্মে আগুন, ২ আগস্ট সোমবার ভোরে কে বা কারা আগুন লাগিয়ে দেয় সরকার পোল্ট্রি ফার্মের গোডাউনে।
এই পোল্ট্রি ফার্মের মালিক বাংলাদেশ রোড এন্ড হাইয়ের সাবেক প্রকৌশলী মোঃ আতাউর রহমান সরকার, সার্বিক তত্ত্বাবধানে আছেন উনার আপন ভাগিনা।
সরকার পোল্ট্রি ফার্মের আগুনের বিষয়ে জানতে চাইলে ফার্মের পরিচালক মোঃ সাইদুর রহমান শামীম জানান কে বা কারা আমার ফার্মের গোডাউনে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয়।
আমি জানতে পারি ফার্মে আগুন লেগেছে, আমি মনে করেছিলাম হয়তো বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে, কিন্তু পরে দেখলাম যে না বিদ্যুতের কোন স্পর্শ নাই। এতে করে আমার ফার্মের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়,
নিশ্চয়ই কোন দুষ্কৃতিকারীকে আগুন লাগিয়েছে,
আমার ফার্ম থেকে মাঝেমধ্যে বেড়া কেটে মুরগি চুরি করে নিয়ে যায় প্রতিনিয়ত।
আমার কর্মচারীরা এখানে কাজ করতে অনীহা প্রকাশ করে, কি কারনে তারা অনীহা প্রকাশ করে জানিনা, হয়তোবা তাদেরকে কেউ ভয় ভীতি দেখায়।
এতে করে আমার অনেক লোকসান হচ্ছে, আমি অচিরেই আইনের দ্বারস্থ হব।