প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২০, ৯:০৩ পি.এম
তাহিরপুরে নয়শত পরিবারকে খাদ্য সামগ্রী দেন শ্রী কৃষ্ণ ভান্ডারের মালিক শীতেশ পাল।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে, কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র অসহায় গরিব দুঃখী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, তাহিরপুর উপজেলায় শ্রীপুর ইউনিয়ন নয়াবন্দ গ্রামের শ্রী কৃষ্ণ ভান্ডারের মালিক বিশিষ্ট ব্যবসায়ী সীতেশ পাল।
আজ (৯ এপ্রিল) বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শুরু করে, তেলীগাও ,নয়াবন্দ ,বালিয়াঘাট, গোলকপুর, শ্রীপুর ,তরং, শিবরামপুর ,বেতাগড়া ,মাটিয়ান, দুধের আউটা ,জামাল পুর, ভোরাঘাট ,মদনপুর গ্রামসহ উত্তর শ্রীপুর ইউনিয়নের নয়শত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নিজ অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেন
ত্রাণ সামগ্রী মধ্যে ছিল, পাঁচ কেজি চাল,এক কেজি আলু,আদা কেজি ডাল,আদা কেজি লবণ,একটি সাবান,
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উওর শ্রীপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুর মিয়া, রফিকুল ইসলাম, করুনা পাল,আর অনেকেই ছিলেন গ্রামবাসী প্রমুখ
dainikajkermeghna.com