ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ১৩ মে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজনকে স্থায়ী বহিষ্কার ও চারজনকে সাময়িক বহিষ্কার করেছে সংগঠনটি।
জিয়া হল ছাত্রলীগের কর্মী সালমান সাদিককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞান অনুষদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী মুরসালিন অনু ও জিয়া হল ছাত্রলীগের সদস্য কাজী সিয়াম ও সাজ্জাদুল কবির এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য জারিন দিয়াকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এছাড়া, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি লিপি আক্তার, জিয়া হল ছাত্রলীগের পরিকল্পনা ও কর্মসূচী বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান শান্তকে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না জানতে চেয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
গত ১৩ মে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের র্পূণাঙ্গ কমিটিতে পদ বঞ্চিতরা মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করার সময় হামলায় ৮ জন কর্মী আহত হন। সূত্রে:- সময় টিভি