Site icon দৈনিক আজকের মেঘনা

বকশীগঞ্জে কোভিট-১৯ করোনা ভাইরাস নমুনা সংগ্রহ সেফটি বুথ উদ্বোধন।

বকশীগঞ্জ উপজেলার করোনা ভাইরাস প্রতিরোধ ও চিকিৎসা সেবা অব্যাহত রাখতে ডাক্তার, সেবিকা ও মাঠকর্মীদের সুরক্ষার জন্য জেলা প্রশাসনের পরিকল্পনা ও উপজেলা পরিষদের অর্থায়নে ‘নমুনা সংগ্রহ সেফটি বুথ’ শুভ উদ্বোধন করা হয়েছে সেই সাথে সৌহাদ্য প্রোগ্রাম থেকে হাসপাতালের বিভিন্ন স্থানে ৫টি হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়েছে। যার ফলে করোনাভাইরাস বহন করে আসা রোগীর মাধ্যমে যাতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফরা যেন আক্রান্ত না হন,সেই লক্ষ্যেই নমুনা সংগ্রহ সেফটি বুথ ও হাত ধোয়ার বেসিন স্থাপনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স.ম জামশেদ খোন্দকার ‘নমুনা সংগ্রহ সেফটি বুথ’ শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সম্রাট,জামালপুর জেলা পরিষদের সদস্য মোঃ জয়নাল আবেদীন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজিম শাহরিয়ার, ডাঃ মোঃ ওলি উল্ল্যাহ মোল্লা, ডাঃ রাকিব হাসান, শিল্প ও বনিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ উপস্থিত ছিলেন।

FacebookTwitterEmailShare
Exit mobile version