ঢাকা চট্টগ্রাম মহা সড়কে তীব্র যানজট। হাঁটি হাঁটি পা করে চলছে গাড়ির চাকা।
দৈনিক আজকের মেঘনা ডেস্ক রিপোর্টঃ- হাসিবুল হাসান আরিফ
(৩০/০৪/১৯) ঢাকা চট্টগ্রাম মহা সড়কে তীব্র যানজট মেঘনা ব্রিজ থেকে সোনারগাঁ এবং ওপারে ভাটের চর ছাড়িয়ে যানজটের মোহোরা।
দীর্ঘদিন ধরে মেঘনা দাউদকান্দি ব্রিজ দুটি কাজ চলার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহা সড়কের যাত্রীদের।