৭১-এর বীর
মু.আশরাফ কামাল।
৭১-এর অগ্নি সেনা
মুক্তিযোদ্ধা বীর সন্তান,
কই তোমরা প্রাণভরা
লহো ভক্তি প্রেম সালাম।।
তব লাগি স্বাধীন বাংলা
স্বাধীন সার্বভৌমত্ব,
তব আত্মত্যাগে অনুরাগে
মুক্তি পেলো দাসত্ব।।
আর যাহারা শহিদ হলো
মায়ের ইজ্জত বাঁচাতে,
তাঁরা মহান চির অম্লান
স্মরণীয় বাংলাতে।।
সারা বাংলা চির ঋণী
তাদের কাছে আজীবন,
ধন্য জাতি তাঁদের খ্যাতি
তাদের কভু নাই মরণ।।