রাজধানীর একটি হোটেলে আয়োজিত একটি সেমিনারে বক্তৃতার সময় ঢাকা শহরের পাবলিক টয়লেটগুলোকে ফাইভ স্টার হোটেলের মতো বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
আন্তর্জাতিক এনজিও সংস্থা ‘ওয়াটার এইড’ এবং দৈনিক ভোরের কাগজের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
বাংলাদেশের পাবলিক টয়লেট: সংখ্যা বৃদ্ধি এবং স্থায়িত্ব’ শীর্ষক এ সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের শহরের অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর পাবলিক টয়লেট হয়েছে। এসব পাবলিক টয়লেট দেখলে মনে হয় ফাইভ স্টার হোটেলের মতো। ফাইভ স্টার হোটেলের পাবলিক টয়লেটের সঙ্গে এগুলোর খুব একটা পার্থক্য নেই। পাবলিক টয়লেটগুলোর পরিবেশ সুন্দর, টিস্যু বক্স আছে, প্রতিবন্ধীদের জন্য ব্যবস্থা আছে। সবকিছু মিলিয়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এসব টয়লেট।’
ঢাকা উত্তরে পাবলিক টয়লেটের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও এসময় আশ্বাস দেন মেয়র।