লিটন সরকার বাদল,
দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় আজিজিয়া মাঠে কুমিল্লা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনালে ০-১ গোলে তিতাস উপজেলা একাদশকে হারিয়ে দাউদকান্দি উপজেলা একাদশ জয় লাভ করে আঞ্চলিক ফাইনালে উর্ত্তীন হয়েছে।
২৮ ডিসেম্বর শনিবার খেলার উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন, তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: পারভেজ হোসেন সরকার, তিতাস উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মদ রাশেদা আক্তার, ভারপ্রাপ্ত দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ, তিতাস উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফরহাদ আহম্মেদ ফকির, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবুল হাসেম সরকার , জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মোল্লা, দাউদকান্দি ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, তিতাস উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গাজী মাজারুল ইসলাম, গৌরীপুর স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আনিছুর রহমান হেলেন সহ বিভিন্ন পর্যায়ের অতিথি বৃন্দ। আগামী ৩১ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে আঞ্চলিক ফাইনাল খেলা।