কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে যেসব উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রি করে চলে গেছেন তাদের তালিকা করে আইনগত ব্যবস্থা নিতে সিকিউরিটিজ এন্ড এক্সচেন্ঞ্জ কমিশনের কাছে আবেদন করা হবে।
বুধবার (২৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান ডিএসই;র পরিচালক মিনহাজ মান্নান।
পুঁজিবাজারকে শক্তিশালী করতে এসইসির বিদ্যমান সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ও মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন মিলে সমন্বিত একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
ডিএসই পরিচালক মিনহাজ মান্নান বলেন, বেশ কিছু উদ্যোক্তা না জানিয়ে শেয়ার বিক্রি করে চলে গেছেন, এবং সরকারি রাজস্ব তারা বিক্রি করেছেন। কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে যেসব উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রি করে চলে গেছেন তাদের তালিকা করে আইনগত ব্যবস্থা নিতে সিকিউরিটিজ এন্ড এক্সচেন্ঞ্জ কমিশনের কাছে আবেদন জানাবো।
তিনি আরো বলেন, সিডিবিলিতে কিন্তু এখন স্পন্সরদের শেয়ারটা মার্ক করা থাকবে। মার্ক করার বাইরে যদি তারা ডিমান্ড করতে চান তাহলে স্টক এক্সচেঞ্জকে তা জানাতে হবে।সূত্রে:- সময় টিভি