৩০ জুলাই ২০২০, বৃহস্পতিবার, করোনা যুদ্ধে সামিল কুমিল্লা জেলা পুলিশ কোরবানির হাটে ক্রেতা ও বিক্রেতাদের সচেতনতা বৃদ্ধিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, নিরাপদ থাকার নানা কৌশল অবগত জনসচেতনতায় কাজও করছেন।
কভিড ১৯ মোকাবেলা ও প্রতিটি কোরবানির হাটে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ গৃহীত নানা পদক্ষেপের বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম( বার),পিপিএম বলেন,
মান্যবর ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মহোদয়ের নির্দেশনায় কুমিল্লা জেলা সদরের, নেওড়া বাজারে কোরবানির গরুর হাট পরিদর্শন করি। হাটে স্বাস্থ্যবিধি মেনে চলা, নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান এবং স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে মাস্ক বিতরণ করা হয়েছে।
প্রাণঘাতী ভাইরাস মোকাবেলায় বাংলাদেশসহ সারা বিশ্বই এক কঠিন সময় অতিক্রম করছে। আমাদের জনসচেতনতা বৃদ্ধি হলে করোনা প্রতিরোধ সম্ভব হবে।