ঠাকুরগাঁওয়ে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ দুই সাংবাদিক। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে শহরের বাজারপাড়া এলাকায় এ হামলা চালানো হয়।
পুলিশ জানায়, এনটিভির জেলা প্রতিনিধি সাদেকুল ইসলামকে নিয়ে বাসার দিকে যাচ্ছিলেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু। বাসার কাছাকাছি পৌঁছালে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্রসহ বাপ্পী নামে একজনকে আটক করে। তবে, হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।