বাগেরহাটের চিতলমারীতে পণ্যবাহী ট্রাকের চাপায় আব্দুল্লাহ ফকির (১৫) নামে এক কিশোর ভ্যানচালক নিহত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে চিতলমারী উপজেলার কুণিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ফকির কুনিয়া গ্রামের আহাদ ফকিরের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, পিরোজপুরের ভান্ডারিয়া এলাকার উদ্দেশে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি রডভর্তি ট্রাক চিতলমারীর কুনিয়া বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়া থাকা ভ্যানকে চাপা দেয়। এ সময় ভ্যানে থাকা চালক আব্দুল্লাহ ফকির ঘটনাস্থলে মারা যায়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকে আগুন লাগিয়ে দেন এবং চালককে আটক করে পুলিশে দেন। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।