টুঙ্গিপাড়ায় গহবধূক জারপূর্বক ধর্ষণ

বাংলাদেশ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জর টুঙ্গিপাড়ায় এক গহবধূক জারপূর্বক ধর্ষণ করা হয়ছ। ধর্ষণর শিকার গহবধূ নিজ বাদী হয় টুঙ্গিপাড়া থানায় নারী মিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ১ (১) ধারায় একটি মামলা দায়র করছন।

মামলা সূত্র জানা যায়,ধর্ষণর শিকার গহবধূর স্বামী ঢাকায় চাকুরি করার সুবাদ বাড়ি না থাকায় টুঙ্গিপাড়া উপজলার চর কুশলী গ্রামর রথিন মন্ডলর ছল তরুণ মন্ডল (২৫) দীর্ঘদিন যাবত রাস্তাঘাট ওই গহবধূক উত্যক্ত করতা। এরপর বুধবার রাত গহবধুটি প্রকতির ডাক সাড়া দিত গল মুখ বঁধ জারপূর্বক ধর্ষণ কর। তখন তার শাশুড়ি ধস্তাধস্তির শব্দ পয় বাইর এস দখ হাত মুখ বাধা অব¯ায় গহবধূক ধর্ষণ করছ তরুণ মন্ডল। গাপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালর সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক জানান, গহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন হয়ছ।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এফ.এম নাসিম বলন, বহস্পতিবার ধর্ষণর শিকার গহবধূ নিজ বাদী হয় টুঙ্গিপাড়া থানায় মামলা করছ। আসামি এখনও পলাতক রয়ছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.