৩ এপ্রিল ২০২০ শুক্রবার বিকেলে, কুমিল্লার দাউদকান্দি উপজেলার শ্রীরায়েচর, পদুয়া ও মহিষমারী গ্রামের কর্মহীন মানুষদের মধ্যে চাল, ডাল, অালু, তেল, পেঁয়াজ, রসুন ও সাবানের ব্যাগ উপহার দেন স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।
বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন, লাল- সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার অালম সোহেল, সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূইয়া, সমাজসেবক ওমর ফারুক, ফয়সাল মোহাম্মদ, সংগঠনের কেন্দ্রীয় সদস্য শাওন মোহাম্মদ সোহাগ, দাউদকান্দি শাখার সদস্য মোঃ দিপু প্রধান, ইমরান ও শাকিল।
সংগঠনের কেন্দ্রীয় সদস্য সোহাগ বলেন, নিজেদের জমানো টিফিনের টাকায় কর্মহীন ঘর বন্দি মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। তিনি দেশের এই মহামারীতে তরুনদের এগিয়ে অাসার অনুরোধ জানান।