প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০১৯, ৯:৩১ পি.এম
টাইটানিক নায়কের নতুন ছবি
মুক্তি পেলো টাইটানিক খ্যাত লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত নতুন ছবি ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’। ছবিটি নিয়ে বিখ্যাত পরিচালক কুয়েন্টিন টারানটিনো'র প্রত্যাশা ছিলো অনেক বেশি। যেহেতু এই ছবিতে শক্তিমান দুই অভিনেতাও অভিনয় করেছিলেন।
১৯৬০-এর দশকে ফিরিয়ে নিয়ে গেছে ছবিটি। একটি পরিবারে ঘটে যাওয়া খুনের ঘটনা নিয়ে সাজানো হয়েছে চিত্রনাট্য। তবে ছবিটি তেমন একটা সাড়া জাগাতে পারেনি।
টাইটানিক খ্যাত লিওনার্দো ডি ক্যাপ্রিও ও ব্র্যাড পিট অভিনয় করেছেন ছবিটিতে। বিখ্যাত পরিচালক ও দুই শক্তিমান অভিনেতার এই ছবি নিয়ে প্রত্যাশা ছিলো অনেক। কিন্তু মুক্তির প্রথম দিনে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি সিনেমাটি।
মেরিকায় ৩৫০০ এর বেশি থিয়েটারে মুক্তি পাওয়া এই ছবিটি মুক্তির প্রথম দিন আয় করেছে ৪০ মিলিয়ন ডলার। এই আয় নিয়ে সন্তুষ্টু নন বক্সঅফিস বোদ্ধারা। সাড়া জাগাতে পারেনি টাইটানিক নায়কের নতুন ছবিটি।
২ ঘণ্টা ৪১ মিনিটের ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’ সিনেমাটি মুক্তির পর রটেন টমেটোতে স্কোর কমে গেছে। কান উৎসবে মুক্তির পর ছবির স্কোর ছিল ৯৩ শতাংশ। গত দুইদিনে তা কমে হয়েছে ৮৭ শতাংশ।
dainikajkermeghna.com