ঝিনাইদহে ১২টি স্বর্ণ বারসহ দর্শনাগামী পূর্বাশা পরিবহনের বাস থেকে শরীফ উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। শনিবার গভীর রাত ঝিনাইদহ বিসিক শিল্প নগরীর সামনে বাস তল্লাশি করে তাকে আটক করা হয়। আটক শরীফ উদ্দীন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পাড়ার শফি উদ্দিনের ছেলে।
র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্তি পুলিশ সুপার মাসুদ আলম জানান, ঢাকা থেকে বাসযোগে একটি স্বর্ণের চালান দর্শনায় যাচ্ছে-এমন সংবাদে রাতে বিসিক শিল্প নগরীর সামনে চেকপোস্ট বসানো হয়। রাত ২টার দিকে ঢাকা থেকে দর্শনাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশী চালিয়ে শরিফ উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে জুতার ভেতরে লুকানো অবস্থায় ১২ পিস স্বর্ণ বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৪শ গ্রাম।