ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির ঐতিহ্যবাহী দ্বীনী মারকায নেছারাবাদ দরবার শরীফে আজ ২২ ফেব্রুয়ারী শনিবার থেকে শুরু হচ্ছে ২ দিন ব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল। প্রথম দিনেই লাখো মুসল্লির সমাগমে মুখরিত গোটা বাসন্ডা এলাকা। ইতিমধ্যে দেশের সকল জেলা ও উপজেলা থেকে হযরত কায়েদ ছাহেব (রহ:) এর ভক্ত আশেকানরা যোগ দিয়েছেন এ মাহফিলে। মেহমানদের থাকা খাওয়াসহ সব ধরনের সুযোগ সুবিধা দিবেন মাহফিল এন্তেজামিয়া কমিটি। ২৪ ফেব্রুয়ারী সোমবার ফজরের নামাজের পর আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। এদিন সমাপনী বয়ান শেষে মোনাজাত পরিচালনা করবেন, হযরত কায়েদ ছাহেব হুজুর (রহ:) ছাহেবজাদা, আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবদী হুজুর। মাহফিলে বরাবরের মত এবারও দেশবরেণ্য শিক্ষাবিদ-মুহাক্কেক ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন এছাড়াও ভারত থেকে ওলামায়ে কেরাম তাশরীফ রাখবেন। মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও এনএস কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম জানান, ১ সপ্তাহ আগেই মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্মাণ করা হয়েছে ৫টি প্যান্ডেল। আগত মেহমানদের সেবায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। আগন্তুকদের গাড়ি পার্কিংয়ের জন্য বিশেষ ব্যাবস্তা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোবাইলসেবা নির্বিঘ্নে করার জন্য গ্রামীণফোন কর্তৃপক্ষের সহায়তায় বসানো হয়েছে একটি শক্তিশালী টাওয়ার। মাহফিলকে সফল করতে গত বৃহস্পতিবার এনএস কামিল মাদরাসা সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে মাহফিল পরিচালনা কমিটি। এতে বক্তব্য দেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও এনএস কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম, সদস্য সচিব মো. আবু তাহের খান, এনএস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মুফতি আবু জাফর ও সাবেক অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান। মাহফিলের সকল প্রস্তুতি সম্পর্কে সংবাদ সম্মেলনে জানানো হয়।