প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২২, ৮:২৯ পি.এম
ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৫৬ জন
ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ জন। এ নিয়ে জেলায় মোট ৪৯৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৪৭ শতাংশ।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন করোনায় আক্রান্তদের মধ্যে ঝালকাঠি সদরে উপজেলায় ২৮ জন, নলছিটি উপজেলায় ৬ জন, রাজাপুর উপজেলায় ১৫ জন এবং কাঁঠালিয়া উপজেলা ৫ জন রয়েছে। আর করোনায় আক্রান্ত হয়ে এই পর্যন্ত জেলায় ৭৩ জন মৃত্যুবরণ করেছেন।
সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন আরো জানান, গত ২৪ ঘন্টায় ১১৯ জনের নমুনা সংগ্রহে ৫৬ আক্রান্ত হয়েছেন। জেলায় ২৬৭ জন হোম আইসোলেশনে আছেন এছাড়া ঝালকাঠি সদর হাসপাতালে ৬ জন ও কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। করোনা থেকে বাচঁতে আমাদের ভ্যাকসিন গ্রহণের পাশাপাশি ঘরের বাইরে গেলে অবশ্যই মাক্স ব্যবহার করতে হবে।
dainikajkermeghna.com