ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় ১কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার আমুয়া ইউনিয়নের নাইয়ার এলাকায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা সহ তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, আমুয়া এলাকার মো. সুলতান তালুকদারের ছেলে মাইনুল তালুকদার (৩২) ও মো. মালেক সিপাহীর ছেলে আলিম সিপাহী (১৯)।
এ বিষয়ে ডিবি পুলিশের (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঝালকাঠি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে ১ কেজি গাঁজাসহ দুই জন আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।