প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২১, ২:২৪ এ.এম
ঝালকাঠিতে পিআইবি আয়োজিত উপজেলার সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত।
ঝালকাঠিতে জেলার তিন উপজেলার ৩৫ জন সংবাদকর্মীকে বুনিয়াদি প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)। ঝালকাঠি সার্কিট হাউস মিলনায়তনে ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী প্রশিক্ষন ২৩ জানুয়ারি শনিবার বিকালে শেষ হয়েছে। প্রশিক্ষণ সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এতে প্রশিক্ষক ছিলেন নিউইয়র্ক টাইমস পত্রিকার স্ট্রিংগার জুলফিকার আলি মানিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, সহকারী অধ্যাপক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আসাদুজ্জামান কাজল, ডেইলি স্টার বরিশাল প্রতিনিধি সুশান্ত ঘোষ, পিআইবির প্রতিবেদক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) জিলহাজ উদ্দিন ভূইয়া নিপুন এবং সিনিয়র সাংবাদিক আলম রায়হান। সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহনকারীদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পৌরসভার মেয়র আলহাজ্ব মো. লিয়াকত আলী তালুকদার ও সূর্যালোক নিউজ সম্পাদক বিটিভি জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু । সভাপতিত্ব করেন ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আককাস সিকদার। এসময় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য দেন প্রশিক্ষণ কো-অর্ডিনেটর পিআইবির জেষ্ঠ্য প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন, প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক কে. এম সবুজ, অংশগ্রহণকারী সাংবাদিক অধ্যাপক আব্দুল হালিম, অধ্যাপক মেজবা উদ্দিন খান রতন, আবু সায়েম আকন, মাও.খাইরুল আমিন সগির। সমাপনী অনুষ্ঠানে ঝালকাঠির ৩ টি উপজেলার বিভিন্ন মিডিয়ার ৩৫ জন সংবাদকর্মীকে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী ও বিশেষ অতিথিবৃন্দ।
dainikajkermeghna.com