
জয়পুরহাটের তেঘর গ্রামের কবরস্থান সংলগ্ন এলাকা থেকে টুটুল হোসেন ওরফে কিনা ও আনছার আলী নামে ২ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (০১ মে) বিকেলে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড কার্তুজ ও ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত টুটুল হোসেন তেঘর গ্রামের মৃত সামছুল হকের ছেলে ও আনছার আলী পশ্চিম দেবীপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুমিনুল হক জানান, অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজিসহ প্রায় এক ডজন মামলার জামিনেমুক্ত ওই ২ জন আসামি আবারো মাদক ও অস্ত্র কেনাবেচা করছে এমন সংবাদ পেয়ে পুলিশ তেঘর এলাকায় অভিযান চালায়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।