মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ সদ্য গঠিত বালাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিল এবং সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারকে অব্যাহতি প্রদানের দাবি জানিয়েছেন বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। গত শনিবার (০৭ মার্চ) বিকালে বালাগঞ্জস্থ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলীয় নেতৃবৃন্দ এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান। সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সুরুজ আলী মেম্বার, মো. মকবুল আলী মেম্বার, হাজী রফিক মিয়া, আব্দুল বারী, এসএম কুতুব উদ্দিন, মির্জা আব্দুল বাছিত, শেখ জামাল আহমদ খলকু, আব্দুস সালাম, তোফায়েল আহমদ সুহেল, মো. আজম আলী, মো. হারুন মিয়া মেম্বার, মো. হেলাল আহমেদ, এ.কে আজাদ পনির, মামুনুর রশিদ সোহেল, মিজু আহমদ লুলু, মাসুক মিয়া, মো. রেজাউল আহমদ, মুনিম আহমদ, হেলাল নির্ঝর, মকবুল মিয়া, শামিম আহমদ, মোমিনুল হক, ইকবাল হোসেন, হোসেন আহমদ, আমির উদ্দিন, আবুল হাসান, রায়হান আহমদ, মিজান আহমেদ, জাবেদ আহমদ, নোমান লস্কর, সুমিম আহমদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অভিযোগ করেন জেলা আহবায়ক কামরুল হুদা জায়গীরদার বালাগঞ্জ উপজেলা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে আহবায়ক কমিটি গঠন করেছেন। গঠিত কমিটিতে বালাগঞ্জের দীর্ঘদিনের নির্যাতিত, ত্যাগী নেতাকর্মীদের রাখা হয়নি। বক্তারা নবগঠিত উপজেলা আহবায়ক কমিটি বাতিল এবং সিলেট জেলা বিএনপির আহবায়ক পদ থেকে কামরুল হুদা জায়গীরদারকে অব্যাহতি প্রদানের দাবি জানিয়েছেন। বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোরদার করতে ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর হাতে গড়া বালাগঞ্জ বিএনপিতে শৃঙ্খলা ফিরিয়ে আহবায়ক কমিটিকে বাতিল করতে হবে। নেতৃবৃন্দ এ ব্যাপারে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিলেট বিভাগীয় নেতৃবৃন্দের দৃষ্টি কামনা করেছেন। সংবাদ সম্মেলনে বালাগঞ্জে কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।