ভালো থাকার যুদ্ধে বারবার আমিই হেরে যাই
মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, আমি কেমন আছি? ... ঠিকঠাক উত্তর পাই না!
এই ভালো আছি, এই বোধহয় ভালো নেই ... কখনো অফুরন্ত অবসর, আবার কখনো ক্লান্তি নিয়ে ছুটতে থাকা ... কখনো অর্থের হাহাকার, কখনো ঘুমের হাহাকার !
দিনশেষে জীবন নিয়ে শুধু অভিযোগ ... আমি ভালো নেই ... হয়তো দু'দিন আগেও ভালো থাকার যে কারণ খুঁজতাম, দু'দিন পরে সেই কারণ পেয়ে অন্য কোন কারণ খুঁজে বেড়াই !
মাঝে মাঝে খুব এলোমেলো লাগে ... নিজের চাওয়াগুলো গুছাতে পারি না ... ভালো থাকতে হলে আগে চাওয়া-পাওয়ার হিসেব মেলাতে হয় ... এই অংকে আমি আজীবনই বড্ড কাঁচা !
সন্ধ্যার পর ক্লান্তিতে ঢুলে পড়া মাথাটা হুট করে লোকাল বাসের জানালায় ঠুকে গেলে আধবোজা চোখে আমি লালনীল পৃথিবী দেখি ... সেই পৃথিবীতে ভালো থাকার মানে হল যুদ্ধ ... যুদ্ধটা নিজের সাথে ... ভালো থাকার সেই যুদ্ধে বারবার আমিই হেরে যাই (কপি)-পুরো লেখাটি আমার জীবন কাহিনীতে মিলে গেছে!!