কামরুজ্জামান কানু # জামালপুরের মেলান্দহে সমির মোল্লা (৩৮)নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। সে চরপলিশা গ্রামের তয়ছন মোল্লার ছেলে । পারিবারিক কলহের জের ধরে ১ অক্টোবর দিাবগত রাতে চরপলিশা গ্রামের তয়ছন মোল্লার ছেলে সমির মোল্লা (৩৮) শ্বশুর বাড়িতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। পরদিন সকালে এলাকা বসীর আত্মহত্যার বিষয়টি নজরে আসে।
স্বজনরা জানান, আত্মহত্যার আগের দিন সে তার স্ত্রী খুরশেদাকে পিটিয়ে আহত করে। তাকে জামালপুর হাসপাতালে ভর্তি করেছে।