Site icon দৈনিক আজকের মেঘনা

চাইনিজ এন্টারপ্রাইজ এ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এর উদ্যোগে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রম প্রতিরোধে সরকারী নির্দেশ মানতে মানুষ অনেকটা ঘরবন্ধি হয়ে পরায় কাজকর্ম করতে পারছেনা। এতে করে মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। কর্মহীনদের অনেকের ঘরে তিন বেলা খাবার জোটছেনা। এমন সময় সরকারের পাশাপাশি চাইনিজ এন্টারপ্রাইজ এ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এর উদ্যোগে লিঙ্কাস ও লায়ন্স ক্লাব অব ঢাকা বেইলি গার্ডেন এর সহযোগিতায় রাজধানীর বাসাবোতে করোনা ভাইরাসে লকডাউনে থাকা কর্মহীন, দূস্থ্য-অসহায় দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।

রবিবার (১২এপ্রিল)দুপুরে বাসাবো কালীমন্দির চত্তরে দরিদ্র মানুষের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল ,আলু পেয়াজ, লবণ, সয়াবিন তেল ও সাবান।

সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস, লায়ন্স ক্লাবস ইন্টারন‍্যাশনাল ৩১৫ মাল্টিপল জেলা বাংলাদেশের সেক্রেটারি জেনারেল লায়ন মশিউর আহমেদ সহ আরো অনেকে।

এ সময় অতিথিরা বলেন, নিজে বাচুঁন, অন্যকে বাচঁতে সহায়তা করুন। নভেল করেনা ভাইরাস একটি মহামারী রোগ। প্রাণঘাতী এ রোগ থেকে মুক্তি পেতে সরকারের দেয়া নিয়মকানুন মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হয়।

FacebookTwitterEmailShare
Exit mobile version