Site icon দৈনিক আজকের মেঘনা

দর্শনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-সেনাবাহিনী-পুলিশ সম্বনয়ে কঠোর অবস্থান ও জরিমানা।

চুয়াডাঙ্গার দর্শনায় দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রোট মো: মহিউদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনী-পুলিশ সম্বনয়ে করোনা ভাইরাস প্রদুরভাব প্রতিরোধে দিনভর গন সচেতনতায় সাধারন লোক জন সমাগম না করা  নিরাপদ দুরুত্ব বজাই রাখা, দোকান পাট বন্ধ সহ বিনা কারনে জন সাধারন কে রাস্তায় না আসার  কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রশাসন। এ সময় সেনা বাহিনী জনসমাগম পরিহার করুন নিজে বাঁচুন আন্যকে বাচতে সহায়তা করুন বলে মাইকিং করেছেন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত করোনা ভাইরাস প্রদুরভাব রোধে সেনাবাহিনী-পুলিশ নিয়ে দামুড়হুদা উপজেলার মহা দর্শনা-মুজিবনগর সড়কের রাস্তায় লক ডাউন না মানাই রা অনেক মোটরসাইকেল গাড়ির কাগজ পত্র ঠিক না থাকায় ও  বিনা কারনে রাস্তায় আসার অপরাধে অর্থ দন্ড করেছেন। এ ছাড়া বিভিন্ন  হাট বাজারে সাধারন মানুষের জমায়েত না হওয়া  মার্কেট বন্ধ রাখা সহ গ্রামে  গ্রামে ঘুরে  চায়ের দোকানে গুলোতে লোক সমাগম বিরত থেকে নিজ নিজ বাড়ী  অবস্থান করার কথা জানিয়েছেন।  লক ডাউন মেনে প্রশাসন কে  সহোযোগিতা সহ ওষুধের দোকানে নিরাপদ দুরুত্ব নিশ্চিত করতে বলেছেন।
FacebookTwitterEmailShare
Exit mobile version