প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০১৯, ৯:৫০ পি.এম
জাতির পিতা একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে চেয়েছিলেন মনোরঞ্জন শীল গোপাল।
১৫ ডিসেম্বর ২০১৯ রোববার বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মানে ৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ তলা একাডেমিক ভবন এবং বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উদ্বোধন শেষে এসব কথা বলেন।
এসময় উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অধ্যাপক কালীপদ রায়, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, দিনাজপুর জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর উপ-সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সবুজ বাংলা নিউজ (অনলাইন পোর্টাল) এর উপডেষ্টা শামিম আলম ফিরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বীরগঞ্জ মহা শশ্মান উন্নয়ন কমিটির আয়োজনে শ্রী শ্রী শশ্মান কালী ও শিব মন্দিরের ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
dainikajkermeghna.com