কুমিল্লার মেঘনা উপজেলা মানিকারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, দানবীর, জাকির হোসেন এর ওয়াদাকৃত কাজ উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও কবরস্থানের দৃশ্যমান করে গেছেন,
আজ এই করোণা লগ্ন সময় বাড়িতে এসে সামা কবরস্থান সহ পরিদর্শন করেন বিভিন্ন কাজ, এলাকাবাসী সন্তুষ্ট জাকির হোসেনের কাজের প্রতি, আগামি ইউনিয়ন নির্বাচনে জাকির হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী।