ইমরান হুসাইন, দৈনিক আজকের মেঘনা জবি প্রতিনিধি।
‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগানকে সামনে রেখে আজ সোমবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’ আত্নপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম-জবি’র আহবায়ক জয়নুল হক, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, সদস্য সচিব নাকিবুল আহসান নিশাদ ও সদস্য মিনার আল হাসান।
উক্ত অনুষ্টানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান বলেন বিশ্ববিদ্যালয় হলো মুক্ত চিন্তার জায়গা। এখানে সকল শিক্ষার্থীদের স্বাধীন ভাবে গবেষণা করার সুযোগ আছে।আর,তাই সকল শিক্ষার্থীদের মুক্ত চিন্তার অধিকারী হতে হবে।গবেষণা মুলক পড়ালেখা করতে হবে।তাহলে শিক্ষার্থীদের মানুষিকতার বিকাশ ঘটবে।