কুমিল্লার মেঘনা উপজেলায় আজ সকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে, আমরা মেঘনাবাসি ফেসবুক গ্রুপের লিস্টে থাকা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে শুকনো খাবার সামগ্রী তুলে দেন এমপি সেলিনা ইসলাম (সিআইপি) মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ, চন্দনপুর বাজার, তুলাতুলি প্রাইমারি স্কুল, সাতানি প্রাইমারি স্কুল, বড়কান্দা আমিরাবাদ ব্রিজের পাশে, এবং সোনাকান্দা নিজ গ্রামে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন ও মানুষকে সচেতনামূলক কিছু কথা বলেন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার, যুবলীগ নেতা ওয়াসিম আহমেদ, প্রফেসর সেলিম আহমেদ, ইয়াসমিন প্রধান, মাজেদুল ইসলাম টুটুল ও আমরা মেঘনাবাসি স্বেচ্ছাসেবীরা সহ আরো অনেকে।