নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর গ্রামে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত বড় ভাইয়ের নাম মো. অজিউল্যাহ (৩৮)।
বসতঘরের ওপর দিয়ে বৈদ্যুতিক লাইনের তার যাওয়ার ঘটনা নিয়ে সোমবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।
সুবর্ণচরের চরজব্বর থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন চ্যানেল আই অনলাইনকে জানান, ছোট ভাইয়ের বসতঘরের ওপর দিয়ে বড় ভাইয়ের বাসার বৈদ্যুতিক লাইনের তার যাওয়া নিয়ে, সোমবার কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই সুমন বড় ভাই অজিউল্যাহ ও রফিক উল্যাহকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক বড় ভাই অজি উল্যাহকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই সুমন আত্মগোপন করেছে বলে জানিয়েছেন ওসি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে ঘটনার বিষয়ে নিহতের পরিবার এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।