ব্রাজিলের এক রেস্তোরাঁয় একটি কাঁকড়া ছুরি নিয়ে দৌঁড়াচ্ছিল। শুধু দৌঁড়াচ্ছে তাও না, রীতিমতো ভয়ও দেখাচ্ছিল। এমন অভিনব দৃশ্য ক্যামেরা বন্দি করেন অনেকেই।
সামাজিক মাধ্যমে ওই ভিডিও প্রকাশ হতেই তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
এদিকে জানা যায়, কোনো একটা ফিল্মের শুটিংয়ের জন্যই নাকি ব্যবহার করা হয়েছিল বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ওই কাঁকড়াটিকে। আর সেও নিখুঁতভাবে ছুরি নিয়ে সবাইকে ভয় দেখিয়েছে। সূত্রে: bd-pratidin
https://youtu.be/p4tjxbNXUBA